খবরের শিরোনামটি পড়ে অনেকে ভাবছেন এটাও কি সম্ভাব ।কিন্তু বাস্তবে এমনই এক অকল্পনীয় ঘটনার খবর দিয়েছে mail online newspaper.ঘটনাটি হল ,অ্যান্ড্রু জোন্স নামে ২৬ বছর বয়সী এক যুবক কার্ডিওমায়োপ্যাথি রোগাক্রান্ত হয়েছিলেন। ডাক্তাররা তাকে নতুন একটা হার্ট প্রতিস্থাপন করতে বলেছিলেন।কিন্তু প্রতিস্থাপনযোগ্য হার্ট খুজে না পাওয়ায় ডাক্তাররা তার শরীরে একটি পেস মেকার ও একটি কৃতিম হার্ট লাগিয়ে দিলেন। এই হার্টটি একটা 'ব্যাকপ্যাক' ব্যাগের মধ্যে রাখা।আর ব্যাগটা পিঠে নিয়ে অ্যান্ডু সব জায়গায় ঘোরাফিরা করে।
No comments:
Post a Comment