এই অকল্পনীয় ঘটনাটি ঘটেছিল মেক্সিকোর এক টিভি শো-তে । শো-তে একটি শিশু, তার মায়েরকোলে বসা ছিল ঔ অনুষ্ঠানে দুইজন ট্রেনারসহ একটি সিংহ ও পাশে ছিল। সিংহটি মোটামুটি শান্তই ছিল।কিন্তু সিংহটিকে যখন শিশুটির কাছাকাছি আনা হল, তখন হঠাৎ অনুষ্ঠানের মাঝেই সিংহটি খেতে শুরু করল শিশুটিকে।এই অবস্থা দেখে শিশুটির মা চিৎকার দিয়ে ওঠেন।ক্যামেরা তখন অন।সিংহটির ট্রেনার এসে শিশুটিকে সিংহের থাবা থেকে উদ্বার করেন।পরে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
No comments:
Post a Comment