এ পর্যন্ত যতজন মানুষ নিজেকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হিসাবে দাবী করছেন সেই হিসাবে ইন্দোনেশিয়ার এমবা গোথো হবেন বর্তমানে দুনিয়ার বয়স্ক মানুষ। ইন্দোনেশিয়ার সরকারী হিসাব অনুযায়ী গোথোর জন্ম তারিখ হল ৩১ ডিসেম্বর ১৮৭০।গোথের বয়স যে ১৪৫ গোথো নিজে এর প্রমাণপত্র ও দেখিয়েছেন ।গোথোর বাড়ি মধ্য জাভায়। এখনও পর্যন্ত দুনিয়ায় সবচেয়ে বেশিদিন বেঁচে থাকার রেকর্ড আছেন ফরাসি মহিলা জেনি ক্লামেন্টের। ১৯৯৭ সালের অগাস্টে জেনি ১২২ বছর বয়েসে মারা যান। তাই গোথোর দাবি যদি সত্যি প্রমানিত হয়, তাহলে তিনিই হবেন দুনিয়ায় সবচেয়ে বয়স্ক মানুষ। যদিও এর আগে নাইজেরিয়ার জেমস ওলোফিনটুওয়াই ১৭১বছর পর্যন্ত এবং ইথিওপিয়ার এক লোক ১৬৩ বছর পর্যন্ত বেঁচে ছিল বলে দাবী উঠেছিল।কিন্ত এদের দাবীর পক্ষে সরকারী কোন প্রমান পাওয়া যায় নাই। তিনি গোথো নিজের হাতে খাবার খেতে পারেন না। গোথোর এক এক আত্মীয় জানিয়েছেন, ১৯৯২ সাল থেকে গোথো রোজ নিজের মৃত্যু কামনা করেন কিন্তু মৃত্যু এখনও তাঁকে ধরা দেয়নি। তাঁর ১০ জন ভাই বোন, চার স্ত্রী ও সন্তান ছিল। সকলেই মারা গিয়েছেন। দৃষ্টিশক্তি হারানোয় টিভি দেখতে পারেন না, কিন্তু এখনও নিয়ম করে রেডিও শোনেন।
No comments:
Post a Comment