Tuesday, August 2, 2016

একজন মানুষ, একই সময়ে ঘুমাতে পারবে দুই দেশে!

খবরের শিরোনামটি শুনে হয়ত  অনেকেই অবাক হয়েছেন কিন্তু বাস্তবে খবরটি সত্য।ফ্রান্সও সুইজারল্যান্ডের সীমান্তের উপর একটি আবাসিক  হোটেল আছে। হোটেলটির নাম হোটেল আরবেজে।হোটেলটি ঠিক ফরাসি ও সুইস সীমান্তের উপরেই তৈরী করা হয়েছে।হোটেলটির অর্ধেক অংশ পড়েছে ফ্রান্সে এবং বাকি অর্ধেক অংশ পড়েছে সুইজারল্যান্ডের সীমান্তে।আলপাইন পর্বত এলাকার ওই সরাইখানার অবস্থান ফরাসি-সুইস সীমান্তের লা কুর শহরে। সেখানে দুজনের থাকার একটি কক্ষ ভাড়া নিতে খরচ পড়ে ১০৭ মার্কিন ডলার।সবচেয়ে মজার বিষয় হল হোটেলের রুমগুলিতে বেড গুলি এমনভাবে সাজানো হয়েছে যে একজন মানুষ বিছানায় শুয়ে থাকলে তার পায়ের অংশ থাকবে একদেশে এবং মাথার অংশ থাকবে অন্য দেশে।হোটেলটির হানিমুন সুইটটা দুই দেশের মাঝখানে  ভাগ করে বানানো হয়েছেএ হোটেলে একটি অতিথিকক্ষ আছে, যা সম্পূর্ণ সুইজারল্যান্ডে হলেও বাথরুমটা ফ্রান্সে।।এ ছাড়া কিছু রুম আছে যা পুরোপুরি দুই দেশে।১৮৬০-এর দশকের শুরুতে এটির যাত্রা শুরু। দুই বছর পর আলপাইন এলাকার সীমানা পুননির্ধারণের জন্য ফ্রান্স ও সুইজারল্যান্ড একটি চুক্তি সম্পাদন করে। কিন্তু চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই স্থানীয় ব্যবসায়ী এম পন্থুস  এমন জায়গায় একটি দোকান বসিয়ে দেন, যা নতুন সীমান্তের ঠিক মাঝ বরাবর পড়ে যায়। পন্থুস আন্তসীমান্ত বাণিজ্যের সম্ভাবনার ইঙ্গিত পেয়েছিলেন। এটি ১৯২১ সালে কিনে নেন স্থানীয় আরেক ব্যবসায়ী জুল-জ্যঁ আরবেজ। তারপর নিজ নামে হোটেল ব্যবসা খুলে বসেন। 


No comments:

Post a Comment