- খবরটি পড়ে হয়তো অনেকই ভাববেন এটা কি সত্যি?.কিন্তু খবরটি আসলেই সত্যি।ভিডিওটি দেখলে আপনি ও বিশ্বাস করবেন।ভোঁদরকে আমাদের দেশে অনেক এলাকায় উঁদ বলে চিনে ইংরেজিতে বলে অটার।এটি দেখতে অনেকটা বেজির মত তবে বেজি থেকে আকারে বড় ও মোট।এদের শরীরে প্রচুর লোম থাকে। এদের গায়ের রং হালকা বাদামী
- এবার আসি মূল ঘটনায়। ঘটনাটি ২০১১ সালের এক শীতের দিনে।সেপো লামানেনা নামে ফিনল্যান্ডের এক ৬৫ বছরের প্রৌঢ় হঠাৎ তার ঘরের দরজার সামনে একটি ছোট বুনো ভোঁদর দেখতে পান।তখন ভোদরটিকে দেখতে বেশ ক্ষুধার্ত ও রোগা মনে হয়েছিল।সেপ তখন ভোঁদরটিকে কেচোঁ ওমাছ খেতে দিলেন। আর তখন থেকেই ভোঁদরটি সেপের কাছে নিয়মিত আসা শুরু করে। সেপ ভোঁদরটির নাম দিলেন লিভারি।সেপোর বাড়িটা পূর্ব ফিনল্যান্ডের পুংকাহারয়ুঅবস্থিত।
- মজার বিষয় হল লিভারি সেপোর সাথে গিয়ে তাঁর বাড়িতে ঢোকে যেখানে সেপো কাগজের প্লেটে তার জন্যে কাঁচা মাছ রেখে দিয়েছেন, সেখানে গিয়ে একটি মাছ তুলে নিয়ে গিয়ে দরজার বাইরে বারান্দার ওপর জুত করে বসে, দু'টি থাবা দিয়ে ধরে মাছটাকে চিবিয়ে খায়৷ এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে।সেপোর বাড়িটা যেএমন এক জায়গায় যেখানে শুধু বরফ আর বরফ। অর্থাৎ ঐ এলাকাটা শীতকালে বরফে ঢাকা থাকে লিভারী ঐ বরফে গর্ত করে থাকে।
- সেপো জমাট বাধা ঐ বরফের মধ্যে লিভারির গর্তের কাছে গিয়ে নাম ধরে ডাকেন। খানিকক্ষণ পরে লিভারি বেরিয়ে এসে সেপোর কাছে দাড়ায় ।এবং সেপোর সাথে চলে যায়।মাঝে মাঝে অবশ্য মাছ দিতে দেরি হলে বুনো ভোঁদরের মতো চ্যাঁ আওয়াজ করে সে তার আপত্তি জানায়।বর্তমানে তাদের বন্ধুত্ব এতটাই গভীর যে লিভারী ও সেপো অনেক সময় একাত্রে চলাফেরা করে যা দেখে আপনার ও হিংসা হতে পারে। দুনিয়ায় মানুষ আর জন্তুর মধ্যে কতটা সহজ-সরল-সুন্দর বন্ধুত্ব পারে, তার প্রমান সেপো আর লিভারির বন্ধুত্ব।
Tuesday, December 13, 2016
ভোঁদরের সঙ্গে মানুষের বন্ধুত্ব
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment