তুনজালে মেমেজাদে নামে আরবাইজানেরএক মহিলা শিল্পী স্বচ্ছ কালো সিল্কের কাপড়ের উপর সোনা ও রুপার কালি দিয়া সম্পূর্ন একটি কোরআন শরীফ লিখিয়াছেন এবং এটি বিশ্বের প্রথম সিল্কের উপর লিখা কোরআন শরীফ।
৩৩ বছর বয়সী এই মহিলা তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে আর্ট হিস্টোরিতে পড়ালেখা করছেন।সম্পূর্ন কোরআনের প্রত্যেকটি হরফ নিজ হাতে লিখেছেন।এতে তার প্রায় তিন বছর সময় লেগেছে।প্রতিটি পাতায় ২৯ x ৩৩সে.মি সাইজের সিল্কের কাপড় ব্যবহার করা হয়েছে।সম্পূন কোরআন লিখতে তার মোট ৫০ মিটার কালো সিল্কের কাপড় এবং ১৫০০ মিলিলিটার সোনা ওরুপার কালি ব্যবহার করতে হয়েছে।তিনিঅনেক খুশি এই কাজটি ভালভাবে শেষ করতে পেরে।
No comments:
Post a Comment