Saturday, November 19, 2016

গুগল ক্রোম এর নতুন সুবিধা (প্রাইভেট ব্রাউজিং) ! গুগলে আপনি যা দেখবেন কিন্তু হিস্টোরিতে তা দেখা যাবে না।

আমরা অনেকেই গুগল ক্রোম  ব্যাবহার করি।গুগল কতৃপক্ষ সবসময় ব্যবহারকারীর নিরাপত্তা বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে।তাই তারা ব্যবহারকারীর  নিরাপত্তার কথা ভেবে সবসময় চেষ্টা করে নিত্য নতুন ফিচার যুক্ত করার। এরই ধারাবাহিকতায়  গুগল কতৃপক্ষ গুগল ক্রোমে Incognito mode নামে নতুন একটি ফিচার যুক্ত করছে।Incognito mode এর বাংলা অর্থ হল ছদ্মবেশী মোড। এই নতুন ফিচার সম্পর্কে আমরা অনেকে জানি না।আসুন এবার এর সুবিধা ও ব্যবহার পদ্ধতি জেনে নেই।আমরা  অনেকেই জানি যে,যে কোন ব্রাউজার দিয়া আমরা যা দেখি  অথবা খুজি তা কিন্তু ঐ ব্রাউজারের হিস্টোরিতে থেকে যায়।অর্থাৎ ব্রাউজারের হিস্টোরিতে গেলে আমরা যা দেখছি তা সব জানা যায়।
কিন্তু আমরা অনেকেই চাই  না যে আমরা যা দেখছি তা হিস্টোরিতে থাকুক। কারন অনেক সময় অন্য কেউ এই হিস্টোরি পড়তে পারে।তাই গুগল এই  বিষয়টি চিন্তা করে incognito mode নিয়া আসে।এই মোডের কাজ হল আপনি যা সার্চ দিয়া দেখছেন তা হিস্টোরিতে দেখা যাবে না।এই সুবিধা পেতে হলে।নিম্নের কাজ গুলি করতে হবে।

১।আপনার  কম্পিউটার বা ফোনএ লেটেস্ট গুগল ক্রোম ব্রাউজার  ডাউনলোড করতে হবে যদি না থাকে।
২।তারপর ক্রোম ব্রাউজারটি ওপেন করুন তারপর এড্রেস বারের   সর্বশেষ ডানের আইকনটিতে ক্লিক  করুন।
৩। তারপর  New incognito window তে ক্লিক করলে একটি নতুন উইন্ডো ওপেন হবে  এবং এই নতুন উইন্ডোর উপরের কোনায় ধূসর ছদ্মবেশী আইকন দেখতে পাবেন।
আপনার কাজ শেষ।এবার আপনি গুগল ক্রোম ব্যবহার করে যা সার্চ দিবেন তা আর হিস্টোরিতে দেখা যাবে না।

Keyboard ব্যবহার করেও সহজে incognito mode  চালু করা যায়।নিয়ম:


  • ১। Windows,Linux,or Chrome OS: Press  Ctrl+Shift+n
  • ২। Mac: Press ⌘ +Shift+n
       আপনি ইচ্ছা করলে  incognito mode  যে কোন সময় বন্ধ করে দিতে পারেন
বন্ধ করার নিয়ম:
                       প্রথমে আপনার incognito mode উইন্ডোতে যেতে  হবে। তারপর উইন্ডোর কোণে Close ক্লিক করতে হবে।

No comments:

Post a Comment