Saturday, April 30, 2016

হরিণছানাকে নিজের স্তন্যদুগ্ধ পান করান এক মা!

বিশ্বাস করেন আর নাই করেন, মানুষ ইচ্ছা করলে এমন  ভাল কাজ  ও করতে পারে যা আমি অথবা আপনি কল্পনা ও করতে পারি না। ঠিক এমনই একটি অকল্পনীয় কাজ করেছেন  ভারতের এক মা।তাও আবার করছেন একটি হরিণ শিশুর জন্যে।

"হ্যাঁ, আমি হরিণছানাকে স্তন্যপান  করাই।কারণ ওরাও তো আমার ছেলেমেয়ের মতই"। এ কথাগুলি বলছেন সেই মা,নাম বিষ্ণো  দেবী।বয়স ৪৫.
ভারতের রাজস্থানের ৫৫০ বছরের প্রাচীন জনজাতি বিষ্ণোই ।প্রায় ২০০০ পরিবার বিষ্ণোই জনজাতির অন্তর্ভুক্ত। প্রকৃতিকে তাঁরা দেবজ্ঞানে পুজো করেন    আর সেই প্রকৃতির সন্তান হল হরিনশিশুরা।ভীত হরিণ শিশুদের  তাই পরম মমতায় কোলে তুলে নেন  মায়েরা । আর এমন মায়ের ভাষাও বুঝেন  হরিন শিশুরা।২১ বছরের রোশিনী  বিষ্ণোই বলেনছোট ছোট হরিণ শিশুর সাথে খেলতে খেলতে আমি বড় হয়েিছ।

No comments:

Post a Comment