পাকিস্তানের লাহোর শহরের এক মহিলা লন্ডনে পরপর তিন বছরে একই তারিখে
তিনটি সন্তানের জন্ম দিয়েছেন।লাহোরের বাসিন্দা এই মহিলার নাম নাঈম সেলমি।
নাঈম সেলমি পরপর তিনটি সন্তানের জন্মদেন ২৫ নভেম্বর ২০১২,২৫নভেম্বর ২০১৩ এবং ২৫নভেম্বর ২০১৪।এই অবিশ্বাস্য ঘটনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।মহিলা তার ধারাবাহিক একই তারিখে তিনটি সন্তান জন্ম দেওয়ার বিষয়টি রেকর্ড হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্যে গিনেস বুক কর্তৃপক্ষকে জানিয়াছে।গিনেস বুক কর্তৃপক্ষ বিষয়টি রেকর্ড হিসাবে অন্তর্ভুক্ত করনতে অস্বীকৃতি জানিয়াছে।তারা বলেন এই বিষয়টি কোন প্রকার রেকর্ডের অন্তর্ভুক্ত নয় এবং এটা রেকর্ডের কোন বিভাগেই পড়ে না।
তিনটি সন্তানের জন্ম দিয়েছেন।লাহোরের বাসিন্দা এই মহিলার নাম নাঈম সেলমি।
নাঈম সেলমি পরপর তিনটি সন্তানের জন্মদেন ২৫ নভেম্বর ২০১২,২৫নভেম্বর ২০১৩ এবং ২৫নভেম্বর ২০১৪।এই অবিশ্বাস্য ঘটনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।মহিলা তার ধারাবাহিক একই তারিখে তিনটি সন্তান জন্ম দেওয়ার বিষয়টি রেকর্ড হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্যে গিনেস বুক কর্তৃপক্ষকে জানিয়াছে।গিনেস বুক কর্তৃপক্ষ বিষয়টি রেকর্ড হিসাবে অন্তর্ভুক্ত করনতে অস্বীকৃতি জানিয়াছে।তারা বলেন এই বিষয়টি কোন প্রকার রেকর্ডের অন্তর্ভুক্ত নয় এবং এটা রেকর্ডের কোন বিভাগেই পড়ে না।
No comments:
Post a Comment