Saturday, April 30, 2016

হরিণছানাকে নিজের স্তন্যদুগ্ধ পান করান এক মা!

বিশ্বাস করেন আর নাই করেন, মানুষ ইচ্ছা করলে এমন  ভাল কাজ  ও করতে পারে যা আমি অথবা আপনি কল্পনা ও করতে পারি না। ঠিক এমনই একটি অকল্পনীয় কাজ করেছেন  ভারতের এক মা।তাও আবার করছেন একটি হরিণ শিশুর জন্যে।

"হ্যাঁ, আমি হরিণছানাকে স্তন্যপান  করাই।কারণ ওরাও তো আমার ছেলেমেয়ের মতই"। এ কথাগুলি বলছেন সেই মা,নাম বিষ্ণো  দেবী।বয়স ৪৫.
ভারতের রাজস্থানের ৫৫০ বছরের প্রাচীন জনজাতি বিষ্ণোই ।প্রায় ২০০০ পরিবার বিষ্ণোই জনজাতির অন্তর্ভুক্ত। প্রকৃতিকে তাঁরা দেবজ্ঞানে পুজো করেন    আর সেই প্রকৃতির সন্তান হল হরিনশিশুরা।ভীত হরিণ শিশুদের  তাই পরম মমতায় কোলে তুলে নেন  মায়েরা । আর এমন মায়ের ভাষাও বুঝেন  হরিন শিশুরা।২১ বছরের রোশিনী  বিষ্ণোই বলেনছোট ছোট হরিণ শিশুর সাথে খেলতে খেলতে আমি বড় হয়েিছ।

Friday, April 29, 2016

A woman gave birth to tree consecutive years on the same date tree children!

A women from Lahor Pakistan,has given birth to tree children in London for tree consecutive years on the same date.The woman's name is Naim Salome.

Naim Salome gave birth to three children 25,November 2012,25, November 2013 and 25,November 2014.This incredible event created a sensation all over the world.Naim salome had appealed the matter to the Guinness Book record.

http://mwondernews.blogspot.com/2016/03/two-kilograms-of-hair-inside-girls.html

 But the authorities has refused the matter.They  said that  that this issue does not include any type of record and it does not record any of the department.


Wednesday, April 27, 2016

পরপর তিন বছর একই তারিখে এক মহিলা জন্ম দিলেন তিন সন্তান!


পাকিস্তানের লাহোর শহরের এক মহিলা লন্ডনে পরপর  তিন বছরে একই তারিখে
তিনটি সন্তানের জন্ম দিয়েছেন।লাহোরের বাসিন্দা এই মহিলার নাম নাঈম সেলমি।
নাঈম সেলমি পরপর তিনটি সন্তানের জন্মদেন ২৫ নভেম্বর ২০১২,২৫নভেম্বর ২০১৩ এবং ২৫নভেম্বর ২০১৪।এই অবিশ্বাস্য ঘটনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।মহিলা তার ধারাবাহিক একই তারিখে তিনটি সন্তান জন্ম দেওয়ার বিষয়টি রেকর্ড  হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্যে গিনেস বুক কর্তৃপক্ষকে জানিয়াছে।গিনেস বুক কর্তৃপক্ষ  বিষয়টি রেকর্ড হিসাবে অন্তর্ভুক্ত করনতে অস্বীকৃতি জানিয়াছে।তারা বলেন  এই বিষয়টি কোন প্রকার রেকর্ডের অন্তর্ভুক্ত নয় এবং এটা রেকর্ডের কোন বিভাগেই পড়ে না।