ইউরোেপর দেশ অস্টিৃয়ায় এ অদ্ভুত ঘটনাটি ঘটেছে।সেখানে এক লোক আত্নহত্যা করতে চেস্টা করেিছল।ঘটনার দিন লোকটি দানিয়ুব নদীর তীরে কিছু সময় দাড়িয়ে ছিলেন।আআশেপাশের লোকজন তার হাবভাব দেেখ সন্দেহ করলেন লোকটি ভয়ংকর কিছু করতে যাচ্ছে।কিন্তু লোকজন বাধা দেওয়ার আগেই লোকটি নদীতে ঝাঁপ দিলেন।ইতিমধ্যে পুলিশ লোকটিকে উদ্ধার করতে গিয়ে দেখতে পেল যে নদীতে হাজার হাজার ইউরো নোট ভাসছে।পুলিশ এই অবস্থা দেখে লোকটিকে তো উদ্ধার করলেনই তার সাথে সাথেঐ ইউরো নোট গুলোও উদ্ধার করলেন।উদ্ধারকৃত নোট গুলোর মূল্য ১৭ লাখ ইউরো।যার বাংলাদেশী মুদ্রায় ১কো৭০ লাখ টাকা।পুলিশ নোটের মালিকের সন্ধান পায়নি।এদিকে উদ্ধার হওয়া লোকটি ইউরো নোট দেখে খুব খুশি হল কারন ঐ দেশের আইন অনুযায়ী হারানো নোটের মালিকের সন্ধান না পাওয়া গেলে ঐ নোটের মালিক হবেন তিনি যিনি ঐ নোট কুড়িয়ে পেয়েছেন।তাই পুলিশ উদ্ধার হওয়া নোটের ১০% লোকটিকে দিয়ে দিলেন।
আল্লাহ অসীম দয়াবান জন্ম, মৃত্যু, রিযিক সব কিছু তারই হাতে।লোকটি মরার জন্য গিয়েও মরলোনা বরং
লোকটি অনেক টাকার মালিক হলেন।এ সব কিছু আল্লাহর ইশারায় হয়।
আল্লাহ অসীম দয়াবান জন্ম, মৃত্যু, রিযিক সব কিছু তারই হাতে।লোকটি মরার জন্য গিয়েও মরলোনা বরং
লোকটি অনেক টাকার মালিক হলেন।এ সব কিছু আল্লাহর ইশারায় হয়।
No comments:
Post a Comment