আমরা অনেকই দেখছি, হঠাৎ কোন আঘাত অথবা কাটা -ছেড়া ছাড়াই মানুষের নাক ও মুখ থেকে রক্ত বের হয়। আবার দেখা গেল হটাৎ আঘাত পেলেন এবং রক্ত বের হতে লাগল তখন আপনি কি করবেন? এমন অবস্থা দেখে আমরা অনেকেই ভয় পেয়ে যাই এবং তখন কি করতে হবে সেই খেয়াল ও থাকে না। আবার দেখা যায় ডাক্তার কে খবর দেওয়া হল এবং ডাক্তার দূরে আছে।তখন ডাক্তার জন্যে অপেক্ষা করলে রুগীর অবস্থা আরো খারাপ হতে পারে এমনকি মৃত্যু হতে পারে। তাই এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্যে আমাদের কিছু চিকিৎসা রোগীকে দেওয়া উচিৎ যাকে আমরা বলি প্রাথমিক চিকিৎসা।আসুন জেনে নেই হটাৎ নাক ওমুখ দিয়ে রক্ত পড়লে রোগীকে কি প্রাথমিক চিকিৎসা দিব।
মুখ দিয়ে রক্ত পড়লেঃ মুখের ভিতরের যে কোন অংশ থেকে পড়া শুরু করলে বরফ চুশতে হবে। তাহলে রক্ত পড়া বন্ধ হবে।এরপর রোগীকে কিছু সময় বিশ্রাম নিতে হবে।
নাক দিয়ে রক্ত পড়লেঃ আঘাতজনিত অথবা অন্য কোন কারণে নাক দিয়ে রক্ত পড়া শুরু করলে সাথে সাথে রোগীকে চিত করে শোয়াতে হবে অথবা বসিয়ে মাথা পেছনের দিকে হেলিয়ে রাখতে হবে। কাপড়চোপড় ঢিলা করে দিতে হবে।নাকের সামনে ও ঘাড়ের পিছনে ঠান্ডা কমপ্রেস দিতে হবে। তখন মুখ দিয়ে শ্বাসকার্য চালাতে হবে।
No comments:
Post a Comment