শাহনূর নামে ১৫বছর বয়সী বাংলাদেশী এক কিশোরীর পেটে পাওয়া গিয়াছে প্রায় দুই কেজি চুল।গত সাত থেকে আট বছর ধরে ঐ কিশোরী নিজের মাথার চুল ছিড়ে
নিজে খেয়েছিল।কিন্তু পরিবারের কোন সদস্যই এ বিষয়টি ধরতে পারে নাই এমনকি তার মা বাবাও।কিছুদিন আগে, হঠাৎ কিশোরী পেটের ভিতর প্রচন্ড ব্যাথা অনৃুভব করে।কোন কিছু খেতে পারছিল না,খেলেই বমি করে দিত।মেয়ের এই অবস্থা দেখে, শাহনূরের মা বাবা শাহনূরকে হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের ডাক্তাররা পরীক্ষা করে শাহনূরের পেটের ভিতর একটি বস্তুর অস্তিত লক্ষ্য করেন।অবশেষে,ঢাকা মেডিকেল কলেজের অধ্যপক তপন কুমার সাহার নেতৃত্বে একদল ডাক্তার গত ৬-১-২০১৬ তারিখে শাহনূরের পেটে অস্রোপাচার করেন।অস্রোপাচার করে ডাক্তাররা শাহনূরের পেট থেকে প্রায় দুই কেজি ওজনের চুলের কুন্ডলী বের করে আনেন।চিকিৎসকরা বলেন,শাহনূর শৈশব কাল থেকেই চুল খেয়ে এসেছিল।।চুলগুলি হজম না হওয়ায় সেগুলি পাকস্থলিতে আটকা পড়ে দিনে দিনে কুন্ডলী পাকিয়ে বড় হয়ে উঠে।চুলগুলি এতই বড় হয়ে উঠেছিল যে ক্ষুদ্রান্তের প্রথম অংশ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।
নিজে খেয়েছিল।কিন্তু পরিবারের কোন সদস্যই এ বিষয়টি ধরতে পারে নাই এমনকি তার মা বাবাও।কিছুদিন আগে, হঠাৎ কিশোরী পেটের ভিতর প্রচন্ড ব্যাথা অনৃুভব করে।কোন কিছু খেতে পারছিল না,খেলেই বমি করে দিত।মেয়ের এই অবস্থা দেখে, শাহনূরের মা বাবা শাহনূরকে হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের ডাক্তাররা পরীক্ষা করে শাহনূরের পেটের ভিতর একটি বস্তুর অস্তিত লক্ষ্য করেন।অবশেষে,ঢাকা মেডিকেল কলেজের অধ্যপক তপন কুমার সাহার নেতৃত্বে একদল ডাক্তার গত ৬-১-২০১৬ তারিখে শাহনূরের পেটে অস্রোপাচার করেন।অস্রোপাচার করে ডাক্তাররা শাহনূরের পেট থেকে প্রায় দুই কেজি ওজনের চুলের কুন্ডলী বের করে আনেন।চিকিৎসকরা বলেন,শাহনূর শৈশব কাল থেকেই চুল খেয়ে এসেছিল।।চুলগুলি হজম না হওয়ায় সেগুলি পাকস্থলিতে আটকা পড়ে দিনে দিনে কুন্ডলী পাকিয়ে বড় হয়ে উঠে।চুলগুলি এতই বড় হয়ে উঠেছিল যে ক্ষুদ্রান্তের প্রথম অংশ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।
শাহনূরের বাবা চা বিক্রেতা এবং মা অন্যের বাড়ীতো গৃহকর্মীর কাজ করেন।তাই ছোট কাল থেকেই নানি সালেহা বেগমের নিকট বেশি থাকত শাহনূর। নানী সালেহা বেগম বলেন,আমি কখনও চুল খেতে দেখিনি,মাঝে মাঝে বকা ঝকা দিলে মাথার দুই একটা চুল ছিড়ত।
একজন মনোচিকিৎসক জানান, কোন ছেলেময়েকে নিজের চুল ছিড়তে দেখলে বাবা-মায়ের সতর্ক হওয়া উচিৎ এবং চিকিৎসকদের সাথে পরামর্শ করা উচিৎ।কারণ এটা একটি মানসিক রোগ।এই ধরনের মানসিক অবস্থাকে বলে ট্রিলকোটিলোমেনিয়া।এই রোগে আক্রান্ত রোগী নিজের চুল ছিড়ে আনন্দ পায়।এ সমস্যায় আক্রান্তদের মধ্যে শতকরা ৩০ থেকে ৪০ জনের চুল খাওয়ার অভ্যাস থাকে। তবে, শাহনূরের আগে ভারত ও চীনে ও আর ও কয়েকজন কিশোরীর পেট থেকে চিকিৎসকরা অস্রোপাচার করে চুলের কুন্ডলী বের করে আনেন।
একজন মনোচিকিৎসক জানান, কোন ছেলেময়েকে নিজের চুল ছিড়তে দেখলে বাবা-মায়ের সতর্ক হওয়া উচিৎ এবং চিকিৎসকদের সাথে পরামর্শ করা উচিৎ।কারণ এটা একটি মানসিক রোগ।এই ধরনের মানসিক অবস্থাকে বলে ট্রিলকোটিলোমেনিয়া।এই রোগে আক্রান্ত রোগী নিজের চুল ছিড়ে আনন্দ পায়।এ সমস্যায় আক্রান্তদের মধ্যে শতকরা ৩০ থেকে ৪০ জনের চুল খাওয়ার অভ্যাস থাকে। তবে, শাহনূরের আগে ভারত ও চীনে ও আর ও কয়েকজন কিশোরীর পেট থেকে চিকিৎসকরা অস্রোপাচার করে চুলের কুন্ডলী বের করে আনেন।
No comments:
Post a Comment