শিরোনামটি শুনে হয়তো অনেকেই অবাক হয়েছেন।তবে জাপানের টোকিওতে ঠিকই এমনই এক আজব অনুষ্ঠান হয় যেখানে একজন মৃত্যু ব্যক্তিকে কিভাবে প্রস্তুত করে
শেষ বিদায় দেওয়া হয় তা একজন জীবিত লোকের মাধ্যমে দেখানো হয়।অর্থাৎ মৃত্যুর পর মৃত্যু ব্যক্তিকে কি ধরনের পোষাক পরিধান করানো হবে,কিভাবে তাকে সাজানো হবে তার কপিনটা কেমন হবে, আত্মীয় স্বজনরা কিভাবে তাকে শেষ বিদায় দিবে।মোট কথা মৃত্যু ব্যক্তির অন্তেষ্টিক্রিয়ার সমস্ত কার্যবলী একজন জীবিত ব্যক্তি দ্বারা দেখানো হয়।এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সুবিধা হল একজন জীবিত ব্যক্তি মৃত্যুর পোষাক পরে, মৃত্যুর সাজে সজ্জিত হয়ে,ফুল সজ্জিত কপিনে শুয়ে নিজর ছবি তুলতে পারবে এবং এই অবস্থায় চক্ষু বন্ধ করে মরা মানুষের মত নিজেকে ভাবলে তার অনুভূতি কেমন হবে তা উপলব্দি করতে পারবে।ইহা ছাড়া,কোন ধরনের পোষাকে, কোন ধরনের মেকাপ, কোন ধরনের কপিন একজন ব্যক্তিকে ভাল মানাবে তা ঐ ব্যক্তি যাচাই করতে পারবে।সাথে সাথে নিজের পছন্দ মত জিনিস ও ঠিক করে যেতে পারবো।
শেষ বিদায় দেওয়া হয় তা একজন জীবিত লোকের মাধ্যমে দেখানো হয়।অর্থাৎ মৃত্যুর পর মৃত্যু ব্যক্তিকে কি ধরনের পোষাক পরিধান করানো হবে,কিভাবে তাকে সাজানো হবে তার কপিনটা কেমন হবে, আত্মীয় স্বজনরা কিভাবে তাকে শেষ বিদায় দিবে।মোট কথা মৃত্যু ব্যক্তির অন্তেষ্টিক্রিয়ার সমস্ত কার্যবলী একজন জীবিত ব্যক্তি দ্বারা দেখানো হয়।এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সুবিধা হল একজন জীবিত ব্যক্তি মৃত্যুর পোষাক পরে, মৃত্যুর সাজে সজ্জিত হয়ে,ফুল সজ্জিত কপিনে শুয়ে নিজর ছবি তুলতে পারবে এবং এই অবস্থায় চক্ষু বন্ধ করে মরা মানুষের মত নিজেকে ভাবলে তার অনুভূতি কেমন হবে তা উপলব্দি করতে পারবে।ইহা ছাড়া,কোন ধরনের পোষাকে, কোন ধরনের মেকাপ, কোন ধরনের কপিন একজন ব্যক্তিকে ভাল মানাবে তা ঐ ব্যক্তি যাচাই করতে পারবে।সাথে সাথে নিজের পছন্দ মত জিনিস ও ঠিক করে যেতে পারবো।
জাপানিরা এই অনুষ্ঠানকে বলেন শাকাতুস ফেসতা।শাকাতুস এর বাংলা অর্থ জীবনের শেষ প্রস্তুতি।
read it
ReplyDeleteread it
ReplyDeletenice story
ReplyDelete