হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে ; সেটিই আলফা। অবশ্য আলফা কনার প্রচন্ড গতি থাকে। আলফা কণাতে দুটি প্রোটন ও দুটি নিউট্রন থাকে। তাই আলফা ভর সংখ্যা হয় 4।